বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জন্মদিনে দীপিকার সঙ্গে রাত কাটালেন রণবীর সিং !

নিউজ ডেস্ক:

‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে একেবারে তৈরি হয়েও বলিউডে প্রবেশ করেছিলেন তিনি। কোনও পারিবারিক ঐতিহ্য নেই, নেই কোনও বড়সড় পরিচয়। তবে নিজের হটকে আন্দাজ নিয়েই কেরামতি দেখিয়েছেন। দিব্যি বলিউডের ‘বাজিরাও’ হয়ে উঠেছেন।

বলিউডের আলোচিত তারকা রণবীর সিং বৃহস্পতিবার ৩২ এ পা দিয়েছেন। নিজেই নিজেকে উপহার দিয়েছেন একটি অ্যাস্টন মার্টিন। বুধবার রাতে সদ্য কেনা গাড়ি নিয়ে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে টহলও দিলেন দীপিকাকে সঙ্গে নিয়ে। যদিও এই আছে এই নেই। রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে ধোঁয়াশা কিছুতেই কাটার নয়।

বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, জন্মদিনের সকালে রণবীরের বাড়িতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। নায়ক কাউকেই নিরাশ করেননি। ভক্তদের আনা কেক কাটেন এবং তাদের সঙ্গে সেলফিও তোলেন।

তাদের সম্পর্ক আছে কি নেই, এ নিয়েই একটা রমরমা ছবিও হয়ে যেতে পারে। এই রটল দুই জনের ছাড়াছাড়ি হয়েছে। পরের দিনই কোনো পার্টিতে হাত ধরাধরি করে এ যুগল হাজির। বলিউড ইন্ডাস্ট্রির ভিতরের খবর বলছে, দীপিকা হলিউডে কাজ করতে যাওয়ার সময় দুইজনের সম্পর্কের মধ্যে একটা ফাঁক এসেছিল বটে, তবে আপাতত তারা প্রেমেই মজে আছেন। জন্মদিনের রাতে ড্রাইভের পর রণবীর-দীপিকা ডিনারে যান বলেও জানা গেছে।

ক্যারিয়ারের বছর ছয়েকের মধ্যেই রণবীর নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পেরেছেন যে, প্রযোজকরা তার ভরসায় ছবিতে বিনিয়োগ করেন। রণবীর কাপুরের কৌলিন্য তার নেই, কিন্তু বক্স অফিসে নিজের ম্যাজিক প্রমাণ করেছেন তিনি। নরম-সরম চরিত্রের খোলসে যেমন ঢুকে যেতে পারেন, চরিত্রে উগ্রতা নিয়ে আসাতেও পারঙ্গম তিনি। তিনি সঞ্জয় লীলা বানসালির পছন্দের অভিনেতা।

‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’র পর এবার ‘পদ্মাবতী’তে তিনি রণবীরকে আলাউদ্দিন খিলজির মতো চরিত্রের চ্যালেঞ্জ দিয়েছেন। তাই শচীন টেন্ডুলকার তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘কিপ আপ ইওর ইনফেকশাস এনার্জি অ্যান্ড নেভার লেট ইট ডাই’।

Similar Articles

Advertismentspot_img

Most Popular