বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

জনস্রোতে আটকে গেল সানি লিওনের গাড়ি, অতঃপর…

নিউজ ডেস্ক:

সাবেক পর্নো তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন ভারতের কোচিতে গিয়েছিলেন। একটি স্মার্টফোন ব্র্যান্ডের প্রচারে।

সেখানে গিয়ে কার্যত জনস্রোতে আটকে পড়েন অভিনেত্রী। তাঁর গাড়ি ঘিরে কয়েক হাজার লোক ভিড় করেন।

বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। একটিবার সানিকে দেখার জন্য গাড়ির ওপর হুমড়ি খেয়ে পড়েন সকলে। ভিড়ের ছবি নিজেই টুইট করেছেন সানি। তিনি লিখেছেন, ‘কেরালার কোচিতে আমার গাড়ি কার্যত ভালবাসার সমুদ্রে ভাসছিল। ’

সোশ্যাল মিডিয়ায় এই ছবি ও ভিডিও দেখার পর বলিউড মহলের একটা বড় অংশের মতে, সানি লিওন যে ইন্ডাস্ট্রির কত বড় জায়গা নিয়ে আছেন, তার প্রমাণ পাওয়া গেল।

আপাতত ‘ভূমি’ ছবিতে একটি আইটেম ড্যান্স করতে দেখা যাবে সানিকে। ‘ভূমি’র পরিচালক ওমঙ্গ কুমার সাংবাদিকদের বলেন, ‘‘ছবির খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে গানটা ব্যবহার করা হয়েছে। আর আমরা প্রথম থেকেই এই গানটার জন্য একমাত্র সানি লিওনকেই ভেবেছিলাম। ’’

পাশাপাশি পরিচালক স্বপন সাহার হাত ধরে বাংলা ছবি ‘সেরা বাঙালি’তেও ডেবিউ করবেন সানি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular