নিউজ ডেস্ক:
জেদ্দার আল নাসিম এলাকায় জঙ্গি তৎপরতায় জড়িত থাকার দায়ে এক নারীসহ ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই পাকিস্তানী নাগরিক।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী আল নাসিম এলাকার একটি এপার্টমেন্টে অভিজান চালায়। অভিযানের সময় ফাতেমা রামাদান বেলুচি মুরাদ নামে এক পাকিস্তানী নারীকে গ্রেফতার করে। পাকিস্তানী ঐ নারী তার সৌদি স্বামীর সাথে ওই এপার্টমেন্টে বসবাস করে আসছিলেন। ফাতেমাকে জিজ্ঞাসাবাদের পর সোমবার তার সাথে জড়িত আরো ৬৮ জন পাকিস্তানী নাগরিককে গ্রেফতার করা হয়।
গত বছর জুলাই মাসে জেদ্দার সোলাইমান ফাকিহ্ হসপিটালের সামনে আব্দুল্লাহ গুলজার খান নামে এক পাকিস্তানী নাগরিক আত্মঘাতী বোমা হামলা চালায়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে আইন শৃঙ্খলা বাহিনী ৪৯ পাকিস্তানী নাগরিককে গ্রেফতার করে। তারা এখনো কারাগারে রয়েছেন।
এছাড়া গত বছরের অক্টোবরে সোলায়মান আরবুদ্দিন এবং ফরমান নকশবন্দ খান নামে দুই পাকিস্তানী নাগরিক আল জওহারা স্টেডিয়ামে বিষ্ফোরক বহনের দায়ে আটক হয়। সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েব সাইটে ৫ টি গোয়েন্দা কারাগারে ৪০ টি দেশের অন্তত ৫০৮৫ জন সন্দেহভাজন জঙ্গি আটক আছে বলে তথ্য প্রকাশ করে।
সেখানে আরো বলা হয় বন্দীদের মধ্যে ৪২৫৪ জন সৌদি, ২৮২ জন ইয়েমেনী, ২১৮ জন সিরিয়, ৩ জন আমেরিকান এবং ফ্রান্স, কানাডা ও বেলজিয়ামের একজন করে নাগরিক রয়েছেন।