শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

জঙ্গি আশ্রয়দাতাদের চিহ্নিত করা হচ্ছে !

নিউজ ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের চিহ্নিত করা হচ্ছে। সময়মতো তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে নিহত পুলিশ সদস্যদের স্বজনদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, জঙ্গিবিরোধী অভিযান চলছে এবং চলবে। পুলিশ সদস্যরা এ আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনেককেই শহিদ হতে হয়েছে।

তিনি আরো বলেন, ‘জঙ্গিবাদ ধর্মের কারণে হচ্ছে না। ইসলামে কোথাও জঙ্গিবাদ নেই, যা আলেম-ওলামারও বলেছেন। কিন্তু এক শ্রেণির মানুষ ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছে। তারা জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এ কারণে বিপুল পরিমাণ টাকাও ব্যয় করছে তারা। তবে তাদের চিহ্নিত করা হচ্ছে।
শহীদুল হক বলেন, এদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্তরিত নয়। সম্প্রতি  পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববির খতিবরা এদেশে এসেছেন। তারাও বলেছেন, ইসলামে জঙ্গিবাদ, সন্ত্রাসের কোনো স্থান নেই। তারা বাংলাদেশের সামগ্রিক শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী পরিবেশ দেখে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তারা পুলিশের জঙ্গি দমনের পদক্ষেপেরও প্রশংসা করেন।

যারা জঙ্গিবাদে গেছে তাদের ফিরে আসার আসার আহ্বান জানিয়ে শহীদুল হক আরো বলেন, এ রকম কেউ যদি ফিরে আসে তাহলে তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে। আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে। কাউকে কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না। এর আগে সিলেটের আতিয়া মহলে জঙ্গি আস্তানায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারের স্বজনদের হাতে মোট ৪৮ লাখ টাকার চেক তুলে দেন আইজিপি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular