রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

জঙ্গিরা দুর্বল হলেও নির্মূল হয়নি : ওবায়দুল কাদের !

নিউজ ডেস্ক:

জঙ্গিরা দুর্বল হলেও একেবারে নির্মূল হয়নি বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে বলেও মনে করেন তিনি।

গতকাল শনিবার ১ জুলাই গুলাশানের হলি আর্টিসান রেস্তোঁরায় জঙ্গি হামলার বছরপূর্তি। এজন্য শনিবার সকালে ওই দিনের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular