জঙ্গিবাদ রোধে অ্যান্টি টেররিজম ইউনিট হচ্ছে: সিটিটিসি প্রধান !

0
23

নিউজ ডেস্ক:

সারা দেশে জঙ্গিবিরোধী কার্যক্রম প্রতিরোধে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট হচ্ছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজিত ‘স্পোকেন ইংলিশ কোর্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, সারা দেশে জঙ্গিবিরোধী কার্যক্রম প্রতিরোধে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট করা হচ্ছে। এই ইউনিট হলে জঙ্গিবিরোধী অভিযানে দেশজুড়ে আমাদের সক্ষমতা আরো বাড়বে বলে আমি মনে করি।

তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা জঙ্গিদের ফেরত আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। যেসব জঙ্গি দেশে পালিয়ে রয়েছে তাদের ধরতে অভিযান চলছে। জঙ্গিদের নতুন করে হামলা করার সক্ষমতা এখন আর নেই।

ইংলিশ স্পোকেন কোর্স নিয়ে তিনি বলেন, দেশি-বিদেশি লোকজনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষা একটি অন্যতম মাধ্যম। যে যত বেশি ইংরেজি ভাষায় পারদর্শী হবেন, তিনি তত বেশি সফল হবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ আকন্দ, সেক্রেটারি সরোয়ার আলম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটের সেক্রেটারি মুরসালিন নোমানি প্রমুখ।