নিউজ ডেস্ক:
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুষ্টিমেয় কয়েকজন চেনা লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জঙ্গিবাদকে সমর্থন করছে। এছাড়া একাত্তরে যেমন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিলো, তেমনি জঙ্গি দমন ইস্যুতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ আছে। গতকাল সকালে ঢাকা ক্লাবে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর’স অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত সেমিনারে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, সরকারের জঙ্গি দমন ইস্যুতে ইতোমধ্যেই জাতীয় ঐক্য গড়ে ওঠেছে। বিভিন্ন জায়গায় যে অভিযান চলছে, তার সঙ্গে জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ আছে। জনগণই আইন-শৃঙ্খলা বাহিনীকে জঙ্গির তথ্য দিচ্ছে। সেই তথ্য অনুযায়ী অভিযান পরিচালিত হচ্ছে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, আমাদের অনেকগুলো অর্জনের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অন্যতম। এখন আমাদের আর খাদ্য আমদানি করতে হয় না। দেশে উৎপাদিত খাদ্যেই আমাদের চাহিদা পূরণ হচ্ছে।
বাপার সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে সেমিনারে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফকির ফিরোজ আহমেদ, বাংলাদেশ ফুড সেফটি অথোরিটির চেয়ারম্যান মো. মাহফুজুল হক, বাপা সাধারণ সম্পাদক খুরশিদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।