জঙ্গিদের দেওয়া তথ্যে ধরা পড়ল দুই জঙ্গি !

0
22

নিউজ ডেস্ক:

গ্রেপ্তারকৃত জঙ্গিদের দেওয়া তথ্যে অপর দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার ভোরে মো. সামিউল ইসলাম ও মো. কাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১মে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে নব্য জেএমবির তামিম-সরোয়ার গ্রুপের ৩ জঙ্গিকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং বইসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ২৩ জুন গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে আরো ৪ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এসব জঙ্গিদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদে নব্য জেএমবির আরো কয়েকজনের নাম বেরিয়ে আসে। যারা সক্রিয় অবস্থায় আছে। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে রোববার ভোরে গাজীপুরের হারিকেন রোড ও চান্দুরা এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, জেএমবির সদস্যরা একত্রিত হয়ে ইসলামের আদর্শের পরিপন্থী কিছু পীর ও ফকিরের মাজার-আস্তানায় হামলার পরিকল্পনা, আত্মঘাতী হামলা, নাশকতা করার জন্য উদ্দেশ্যে একত্রিত হওয়ার চেষ্টা করছে।