বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

জকোভিচকে উড়িয়ে রাজার মুকুট ধরে রাখলেন আলকারাজ

বয়সটা মাত্র ২১, তবে এই বয়সেই যা করে ফেললেন কার্লোস আলকারাজ তা হয়তো রূপকথাকেও হার মানাবে। টেনিস ইতিহাসের সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী নোভাক জকোভিচকে আবার ধরাশায়ী করেছেন তিনি। জিতে নিয়েছেন টানা দুটি উইম্বলডন শিরোপা।

আজ রোববার (১৪ জুলাই) অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রকুয়েট ক্লাবে উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে জকোভিচকে কোনো পাত্তাই দেননি আলকারাজ।

এই স্প্যানিয়ার্ড সরাসরি সেটে ম্যাচ জিতে গড়েছেন ইতিহাস।

চলতি বছর আলকারাজের এটি দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। গত বছরও এই জকোভিচকে হারিয়ে উইম্বলডন জিতেছিলেন তিনি। টেনিসের উন্মুক্ত যুগে মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন আলকারাজ।

চতুর্থ গ্র্যান্ডস্লাম জয়ের পথে প্রথম দুই সেট আলকারাজ জিতে নেন ৬-২, ৬-২ গেমে। তবে শেষ সেটে ভালোই লড়াই করেন জকোভিচ। কিন্তু টাইব্রেকে (৭-৪) হেরে যান তিনি। শেষ সেট ৭-৬ গেমে জিতে ইতিহাস গড়ে ফেলেন আলকারাজ। ভাগ বসান স্বদেশী রাফায়েল নাদালের পাশে।

২০১০ সালে রাফায়েল নাদাল প্রথম স্প্যানিশ হিসেবে ব্যাক টু ব্যাক ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতেছিলেন। দ্বিতীয় স্প্যানিয়ার্ড হিসেবে এখন নাদালের পাশে তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular