আজ রোববার (১৪ জুলাই) অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রকুয়েট ক্লাবে উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে জকোভিচকে কোনো পাত্তাই দেননি আলকারাজ।
এই স্প্যানিয়ার্ড সরাসরি সেটে ম্যাচ জিতে গড়েছেন ইতিহাস।
চলতি বছর আলকারাজের এটি দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। গত বছরও এই জকোভিচকে হারিয়ে উইম্বলডন জিতেছিলেন তিনি। টেনিসের উন্মুক্ত যুগে মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন আলকারাজ।
চতুর্থ গ্র্যান্ডস্লাম জয়ের পথে প্রথম দুই সেট আলকারাজ জিতে নেন ৬-২, ৬-২ গেমে। তবে শেষ সেটে ভালোই লড়াই করেন জকোভিচ। কিন্তু টাইব্রেকে (৭-৪) হেরে যান তিনি। শেষ সেট ৭-৬ গেমে জিতে ইতিহাস গড়ে ফেলেন আলকারাজ। ভাগ বসান স্বদেশী রাফায়েল নাদালের পাশে।
২০১০ সালে রাফায়েল নাদাল প্রথম স্প্যানিশ হিসেবে ব্যাক টু ব্যাক ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতেছিলেন। দ্বিতীয় স্প্যানিয়ার্ড হিসেবে এখন নাদালের পাশে তিনি।