ছয় ক্যামেরায় ওয়ানপ্লাসের ফাইভজি ফোন !

0
47

নিউজ ডেস্ক:

ছয় ক্যামেরার ফোন আনল ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস নর্ডে বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে এর ৫জি কানেক্টিভিটি আর ডুয়েল ফ্রন্ট ক্যামেরা। তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতে লঞ্চ করে হয়েছে ওয়ানপ্লাস নর্ড। অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে প্রবেশ করবে ফোনটি।ভারতে ফোনটির দাম শুরু হচ্ছে ২৪ হাজার ৯৯৯ রুপি থেকে। এই দামে ফোনটির ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৭ হাজার ৯৯৯ রুপি। ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ২৯ হাজার ৯৯৯।

ওয়ানপ্লাস নর্ডে রয়েছে ৬.৪৪ ইঞ্চির ফ্লুইড অ্যামোলিড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং আসপেক্ট রেশিও ২০:৯। ফুল এইচডি প্লাস এই ডিসপ্লে অফার করবে ৪০৮ পিপিআই সাপোর্ট। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন রয়েছে।ফোনের ভেতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ জি প্রসেসর, গ্রাফিক্সের জন্য এতে আছে অ্যাড্রিনো ৬২০ জিপিইউ। ফোনটিতে অ্যানড্রয়েড টেন অপারেটিং সিস্টেম দেয়া হয়েছে।ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা। সেলফির জন্য আছে দুই ক্যামেরা। এর ব্যাটারি ৪১১৫ এমএএইচ-এর।