রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ছোটবেলায় মায়ের বয়সী শর্মিলাকে চড় মেরেছিলেন প্রসেনজিৎ, কেন?

১৪ বছর পর আবারও ‘অযোগ্য’ ছবিতে ‘কামব্যাক’ করেন টালিউডের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সম্প্রতি সিনেমার প্রচারে এক সাক্ষাৎকারে অভিনেতা পুরোনো দিনের কথা শেয়ার করেছেন। উঠে আসে কিংবদন্তি শর্মিলা ঠাকুরের সাথে জড়িত শৈশবের একটি আনন্দদায়ক স্মৃতি।

ছোটবেলায় তার বাবা বিশ্বজিৎ চ্যাটার্জির সাথে সেটে তার ছোটবেলার দিনগুলোর কথা স্মরণ করে প্রসেনজিৎ বলেন, ‘আমার মনে হয় আমি প্রায় চার-পাঁচ বছরের ছিলাম।

এমন একটি দৃশ্য দেখছি যেখানে শর্মিলা আন্টিকে বাবার সঙ্গে একটি আবেগঘন দৃশ্যের অংশ হিসেবে আমার বাবাকে চড় মারতে হয়েছিল। ‘

তিনি আরও বলেন, ‘শুটিংয়ে লাঞ্চ বিরতির সময় তিনি (শর্মিলা আন্টি) আমাকে তার কোলে নিয়েছিল এবং আমি তাকে চড় মেরেছিলাম!’

প্রসেনজিৎ আরও যোগ করলেন, ”আজও যখনই আমি তার সাথে দেখা করি, সে আমাকে সেই ঘটনার কথা মনে করিয়ে দেয়! সে বলে, ‘আমি তোমার বাবাকে চড় মেরেছি বলে তুমি আমাকে চড় মেরেছিলে!”

Similar Articles

Advertismentspot_img

Most Popular