বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ছেলের খোঁজে সাইকেলে ১৫ শ’ কি.মি. পাড়ি বাবার !

নিউজ ডেস্ক:

৬ মাস আগে নিখোঁজ হয়েছে ১১ বছরের প্রতিবন্ধী ছেলে। থানায় অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি। তাই নিজেই বাইসাইকেল নিয়ে ছেলের সন্ধান চালিয়ে যাচ্ছেন সতীশ চাঁদ নামের এক ব্যক্তি। ইতিমধ্যেই ভারতের উত্তরপ্রদেশ, দিল্লি ও হরিয়ানার বিভিন্ন জেলায় দেড় হাজার কিলোমিটার ঘুরে ফেলেছেন তিনি। যদিও খোঁজ মেলেনি ছেলের।

উত্তরপ্রদেশের হাথরাস জেলার কৃষক সতীশ জানিয়েছেন, এ বছরের ২৪ জুন তার ছেলে গডনা স্কুলে যাওয়ার পথে নিরুদ্দেশ হয়ে যায়। বিকেলে সে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। পুলিশেও খবর দেওয়া হয়। কিন্তু থানা থেকে অপেক্ষা করতে বলা হয়। সতীশ অবশ্য পুলিশের অপেক্ষায় না থেকে ছেলের ছবি নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। বিভিন্ন জায়গায় তিনি ছেলের ছবি ও বর্ণনা দেওয়া পুস্তিকা বিলি করেছেন।
তার আশা, শিগগিরই ছেলের সন্ধান পাওয়া যাবে।

আগ্রার শিশু অধিকার আন্দোলনকারী নরেশ পারস বলেছেন, সতীশের থেকে গোটা ঘটনা শুনে তিনি উত্তরপ্রদেশের ডিজিপি’কে জানিয়েছেন। সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে ‘জনশুনবাই’ পোর্টাল চালু করেছেন, সেখানেও এই ঘটনার কথা জানানো হয়েছে। তবে ভারতীয় পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular