রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ২ !

নিউজ ডেস্ক:

রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সাব্বির (১৮) ও রাকিব হোসেন (২০) নামে দুই যুবক আহত হয়েছেন। গুরুতর জখম অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, সাব্বিরের পিঠে ও রাকিবের পিঠ-হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সাব্বিরের অবস্থা গুরুতর।

ভুক্তভোগীদের স্বজনেরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কাজ শেষে দুজন এক সঙ্গে হেঁটে  টিকাটুলির কে এম দাস রোডের বাসায় ফিরছিলেন। রাজধানী সুপার মার্কেটের পেছনে আসামাত্র দুই ছিনতাইকারী সাব্বির ও রাকিবের পথরোধ করে। অস্ত্র দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা বাধা দিলে ছিনতাইকারীরা দুজনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular