ছাত্রীকে যৌন নির্যাতন, অভিযুক্ত একই স্কুলের ৩ ছাত্রী !

0
57

নিউজ ডেস্ক:

দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে নবম শ্রেণির তিন ছাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির একটি সরকারী বিদ্যালয়ে।

ভারতীয় গণমাধ্যমের খবর, এ বিষয়ে নির্যাতিতার পরিবারের অভিযোগ করলেও স্কুল কর্তৃপক্ষ তাতে কান দেয়নি। ফলে তারা পুলিশে অভিযোগ দায়ের করতে বাধ্য হন। পুলিশ অভিযুক্ত তিন ছাত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৮ এবং পকসো আইনের ৬ ও ১০ নম্বর ধারায় মামলা দায়ের করেছে।

নির্যাতিতার চাচা বলেছেন, বৃহস্পতিবার টিফিনের সময় এবং ক্লাসের ফাঁকে ওই তিন ছাত্রী মিলে শিশুটির ওপর অত্যাচার চালায়। বাড়ি ফিরে বোনকে ঘটনার কথা জানায় ওই শিশু। এরপরেই তার বাড়ির লোকেরা স্কুল কর্তৃপক্ষকে এই ঘটনার কথা জানান। কিন্তু তারা গুরুত্ব না দিয়ে পরীক্ষা চলছে বলে বিষয়টি এড়িয়ে যান। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।