বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ছাত্রলীগ নেতার বাসাভর্তি ইয়াবা সেবনের সরঞ্জাম, রয়েছে গুলিসহ আগ্নেয়াস্ত্র

আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড বন্দুকের গুলি, নগদ টাকা, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টের জমা বই ও ইয়াবা গ্রহণের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে।

বুধবার বিকালে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানের বাবার বাড়ি থেকে এগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় গ্রেপ্তার করা যায়নি কাউকে।

নির্ধারিত সময়ে জমা না দেয়া একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড বন্দুকের গুলি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার ওশানের বাবা জেলা আওয়ামী লীগের শ্রম ও কর্মস্থান বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামানের বলে নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে এই এলাকায় জেলা যুবলীগের নেতা সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলের বাসা থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপর (অপরাধ ও অভিযান) মো. রাসেলুর রহমান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular