ছাতায় বাজ পড়লেও বেঁচে গেছেন এই নারী (ভিডিও)!

0
44

নিউজ ডেস্ক:

তুমুল বৃষ্টি, তার সঙ্গে বজ্রপাত। কোনো জরুরি দরকারেই হয়তো ঘর থেকে বেরিয়েছিলেন এক নারী। প্রকৃতির এ রুদ্ররূপের সামনে তার সামান্য সম্বল ছিল ছাতা। কিন্তু সেই ছাতার ওপরেই হয় বজ্রপাত। ঘটনার আকস্মিকতায় মাটিতে লুটিয়ে পড়লেও প্রাণে বেঁচে গেছেন জিম্বাবুয়ের সেই নারী।  বজ্রপাতের পর পুরো জায়গাটা ধোঁয়ায় ঢেকে যায়। কিছুক্ষণ পর দেখা যায় ওই নারী মাটিতে পড়ে রয়েছেন। কিছুটা দূরে পড়ে রয়েছে ছাতা। পরে সম্পূর্ণ অক্ষত অবস্থাতেই উঠে দাঁড়ান তিনি। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনা। সম্প্রতি জিম্বাবুয়ের হারারে শহরের কাছে এই ঘটনাটি ঘটেছে।