নিউজ ডেস্ক:
আপনি সমকামী কিনা তা বলে দেবে অ্যাপ। ছবি দেখেই মানুষের যৌন আচরণ বলে দেয়া অ্যাপটির নাম ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’।
আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সম্প্রতি ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সে’র এমন কীর্তিই দাবি করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
একটি মার্কিন ডেটিং ওয়েবসাইটে পোস্ট করা ৩৫ হাজারেরও বেশি ছবি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন গবেষকরা। কম্পিউটার সায়েন্সের ‘ডিপ নিউরাল নেটওয়ার্কস’ নামে এক পদ্ধতি ব্যবহার করা হয় এই গবেষণায়।
দুই গবেষক, মাইকেল কোসিনস্কি ও ইউলিন ওয়াং জানিয়েছেন, এই পদ্ধতিতে যেকোনো ছবিকে বিশ্লেষণ করা হয় কিছু ডেটা সেটের উপর ভিত্তি করে। এবং তা মানুষের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য, বলে জানিয়েছেন গবেষকরা। কারণ এই কম্পিউটার অ্যালগরিদম, মহিলা ও পুরুষদের ক্ষেত্রে যথাক্রমে ৭৪ ও ৮১ শতাংশ সঠিক উত্তর জানিয়েছে।
প্রসঙ্গত, ছবি অ্যানালাইজ করে কোনো মানুষের সম্পর্কে তথ্য বাতলে দেওয়ার এই পদ্ধতিকে কাজে লাগাচ্ছে রাশিয়া, চীনের মতো দেশ। তবে তা মূলত অপরাধীকে ফাঁদে ফেলতে। রাশিয়ার সেই ‘ফেসিয়াল রেকগনিশন’ অ্যাপটির নাম ‘ফাইন্ডফেস’।
সব কিছুরই যেমন ভালো-মন্দ দুটি দিক থাকে, অনেকেই মনে করছেন যে এই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স-এর প্রভাবও সাধারণ মানুষের উপরে পড়বে।