নিউজ ডেস্ক:
ভারতীয় ক্রিকেটের যুবরাজকে জিজ্ঞেস করা হয়েছিল, তার আত্মজীবনীতে যুবি নিজের চরিত্রে কাকে অভিনয় করতে দেখতে চান। খুব বেশি না ভেবেই ভারতীয় অলরাউন্ডার উত্তর দিয়েছিলেন, একজন পাঞ্জাবিই আরেক পাঞ্জাবির চরিত্রে ভাল ফিট করবেন। তাই অক্ষয় কুমারই তার প্রথম পছন্দ। কিন্তু সত্যিই কি যুবরাজ সিংয়ের সেই স্বপ্নপূরণ হচ্ছে? হয়তো না। কারণ শোনা যাচ্ছে, এই চরিত্রের জন্য বেছে নেওয়া হচ্ছে বলিউড হার্টথ্রব রণবীর কাপুরকে।
এর আগে ভারতীয় প্রাক্তন অধিনায়ক ধোনির আত্মজীবনী বক্সঅফিসে সুপারহিট হয়েছিল। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে ধোনির জীবনের নানা অজানা তথ্য ফুটিয়ে তুলেছিলেন বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। খুব শিগগির বড়পর্দায় আসবে মাস্টার ব্লাস্টার্সের জীবনকাহিনিও। সব ঠিকঠাক থাকলে এবার যুবরাজ সিংয়ের জীবনের ভাঙা-গড়া নিয়ে তৈরি হবে ছবি। আর সেই ছবিতেই যুবির ভূমিকায় দেখা যেতে পারে রণবীর কাপুরকে। তবে মজার বিষয় হল, গত ডিসেম্বরে নিজের একটি ছবির প্রচারের সময় রণবীর নিজেও রিল-লাইফে যুবির চরিত্রে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তাই আশা করা হচ্ছে, এমন প্রস্তাবে তিনি ফিরিয়ে দিবেন না। সূত্র: সংবাদ প্রতিদিন।