বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চৌহালীর বানভাসি মানুষের মাঝে র‌্যাব-১২’র ত্রাণসামগ্রী বিতরণ !

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

বুধবার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলার দূর্গম চরাঞ্চল উমারপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণসামগ্রী বিতরণ করেন র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সেলিম মো. জাহাঙ্গীর।

ত্রাণ বিতরণকালে র‌্যাব-১২র উপ-অধিনায়ক মেজর সাফায়াত আহম্মেদ সুমন (পিএসসি), অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, ফ্লোয়িং ওং প্রু মারমা, চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল উপস্থিত ছিলেন।

এ সময় উমারপুর ইউনিয়নের ২৫৫টি বন্যা দুর্গত প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ লিটার তেল, ১ কেজি লবন, ৩ কেজি চিড়া, ৩ কেজি আলু ২ কেজি পেয়াজ ও ৫ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular