চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

0
1

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের ইম্প্যাক্ট হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চেক জালিয়াতির দুই মামলায় ১ বছরের সাজা ও ৩০ লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার মৃত মোকসেদ আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, সাইফুল ইসলাম চট্টগ্রামের দুটি চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজা ও ৩০ লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি। চট্টগ্রাম দায়রা জজ আদালত দায়রা মামলা নম্বর ৪১৪/২৩ এবং চট্টগ্রাম সিআর মামলা নম্বর ৩৫৭/২২। দীর্ঘদিন যাবত তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা এসে পৌঁছায় চুয়াডাঙ্গা সদর থানায়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শহরের মালোপাড়ায় অভিযান চালান। অভিযানকালে ইম্প্যাক্ট হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয় সাইফুল ইসলামকে। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।