রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের ইম্প্যাক্ট হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চেক জালিয়াতির দুই মামলায় ১ বছরের সাজা ও ৩০ লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার মৃত মোকসেদ আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, সাইফুল ইসলাম চট্টগ্রামের দুটি চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজা ও ৩০ লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি। চট্টগ্রাম দায়রা জজ আদালত দায়রা মামলা নম্বর ৪১৪/২৩ এবং চট্টগ্রাম সিআর মামলা নম্বর ৩৫৭/২২। দীর্ঘদিন যাবত তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা এসে পৌঁছায় চুয়াডাঙ্গা সদর থানায়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শহরের মালোপাড়ায় অভিযান চালান। অভিযানকালে ইম্প্যাক্ট হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয় সাইফুল ইসলামকে। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular