বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করলো ইসি

আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে এ তথ্য জানানো হয়।

এদিন বেলা ১১টায় ঢাকা শহরের আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রথম বৈঠকে বসে নতুন নির্বাচন কমিশন (ইসি)।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীন। এছাড়া, উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার— মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ।

নতুন নির্বাচন কমিশন গঠনের আগে, সরকার সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে সাবেক সচিব এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়, এবং তার সঙ্গে আরও চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular