বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়েটে ভর্তি পরীক্ষা ১ নভেম্বর

বিপ্লব নাথ (চট্টগ্রাম) : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।এবার চুয়েটে চারটি অনুষদের অধীনে ১০টি বিষয়ে স্নাতক প্রথম বর্ষে ৭০০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লিখিত এবং মুক্তহস্ত অঙ্কন একই দিন বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে ২১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। ‘এ’ লেভেল ও বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রার্থীরা ২১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য প্রার্থীদের রোলসহ নামের তালিকা প্রকাশ করা হবে ১৫ অক্টোবর। এবার শুধু লিখিত পরীক্ষা হবে, কোনো এমসিকিউ প্রশ্ন থাকছে না।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুদের যোগ্যতা ও আবেদনের পদ্ধতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
http://web.cuet.ac.bd/admission2017 বা  http://www.cuet.ac.bd/admission

Similar Articles

Advertismentspot_img

Most Popular