শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার পৃথক পৃথক সময়ে অভিযান চালিয়ে এ ফেন্সিডিল ও মদ উদ্ধার করে।
চুয়াডঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্রনাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ঝাঝাডাংগা গ্রামের মাঠ থেকে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে যার মূল্য ৫২,০০০/-(বায়ান্ন হাজার) টাকা।অপরদিকে, গতকাল বিকাল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়নগর মাঠ থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular