নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (চুয়াডাঙ্গা সদর-আলমডাঙ্গা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অন্যতম কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোপাল চন্দ্র দাসের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ করে বের হয়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে শরীফুজ্জামান শরীফ বলেন, দল আমাকে ধানের শীষ প্রতীক দিলে নির্বাচন সুষ্ঠু হলে আমার নির্বাচনী এলাকার সকলস্তরের নেতাকর্মি ও সমর্থকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আমি দেশমাতা বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান ও বিএনপিকে চুয়াডাঙ্গা-১ আসনে বিজয়ী হয়ে উপহার দেব। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক আবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দল নেত্রী জাহানারা পারভিন, আলমডাঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি ও জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাদিদ, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার সাবেক কমিশনার বেল্টু মল্লিক, খাদিমপুর সাবেক ইউপি সদস্য মহাসিন আলী, আনিসুল হক বিশু, বাবলুর রহমান, জহুরুল ইসলাম ঝন্টু, আব্দুল ওহাব, এরশাদ আলী, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, মাসুদ রানা আপেল, বাড়াদি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন, শাহা জামাল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, জেলা ছাত্রদল নেতা সাহেদ সিদ্দিকী সোহেল, রিসান মাহমুদ আমির, রাজা আহমেদ, মোস্তাফিজুর রহমান কনক, জাকির জ্যাক, সরোজগঞ্জ ছাত্রদল নেতা মাহবুব রকিবসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা। উল্লেখ্য, এর আগে গত ১৩ নভেম্বর মঙ্গলবার ঢাকা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়পত্র সংগ্রহ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফ। পরদিন ১৪ নভেম্বর বুধবার তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় বুথে মনোনয়নপত্র জমা দেন।