বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

চুয়াডাঙ্গা প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শন করলেন এসপি জাহিদ

নিউজ ডেস্ক:বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জাহিদ। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা শহরের চক্ষু হাসপাতালের পশ্চিমে গুলশানপাড়াস্থ প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় সংগঠনের সভাপতি মো. ইদ্রিস হোসেন ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম প্রবীণ হিতৈষী সংঘের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং সেবামূলক এসব কাজে সহযোগিতার আশ্বাস দেন। পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শনকালে সেখানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, কোষাধ্যক্ষ এ কিউ এম আলফাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, নির্বাহী সদস্য এ কে এম আলী আখতার, আবু বকর, অ্যাড. কামরুল আরেফিন, হারুন-অর রশিদ, এ এস হেলাল নূর, প্রবীণ হাসপাতালের পরিচালক ডা. মার্টিন হীরক চৌধুরী, জীবন সদস্য মোজ্জাম্মেল হক, নুরুন্নাহার বেগম, দাতা সদস্য আব্দুল কাদের জগলু প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular