বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গা কারাগারের সাবেক জেলার ও বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের তত্বাবধায়ক

সোহেল রানা বিশ্বাস অবৈধ টাকা ও ফেনসিডিলসহ আটক
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা থেকে বদলি হয়ে যাওয়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার (কারা তত্ত্বাবধায়ক) সোহেল রানা বিশ্বাসকে অবৈধ টাকা, চেক ও ফেনসিডিলসহ আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা। এছাড়াও তার কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে।
জানা যায়, চুয়াডাঙ্গা থেকে বদলি হয়ে যাওয়া চট্্রগ্রামে কেন্দ্রীয় কারাগারের জেলার (কারা তত্ত্বাবধায়ক) হিসেবে কর্মরত ছিলেন সোহেল রানা বিশ্বাস। অভিযোগ আছে, চুয়াডাঙ্গাতে থাকাকালীন সময়ে নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন তিনি। পরে এখান থেকে বদলি হয়ে চট্্রগ্রামে জেলার হিসেবে গেলেও অপকর্মগুলো ছাড়তে পারেননি তিনি। ফলে গতকালও বিপুল পরিমাণ টাকা ও ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশের হাতে আটক হলেন তিনি। গতকাল দুপুর ১টার দিকে ভৈরব স্টেশনে নিয়মিত তল্লাশীর সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার অবৈধ টাকা ও ১২ বোতল ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাস। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকা এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে বলেও জানা যায়।
পরে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার (কারা তত্ত্বাবধায়ক) সোহেল রানা বিশ্বাস বিপুল পরিমাণ টাকা ও ফেনসিডিলসহ আটকের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি দেশব্যাপী ছড়িয়ে পড়ে। কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক (চট্টগ্রাম বিভাগ) পার্থ গোপাল বণিক বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটকের বিষয়টি শুনেছি। তার কাছ থেকে অবৈধ টাকা ও ফেনসিডিল পাওয়া গেছে। তিনি অফিস থেকে ছুটি নিয়েছিলেন। এ বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ঘটনায় মামলা হওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular