বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গায় হত্যা মামলার প্রধান আসামী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় বড় বোনের হাতে ছোট বোন খুনের মামলার একমাত্র আসামী মিলি বেগম আদালতে আতœসম্পর্ণ করলে জামিন না মঞ্জুর কারাগারে প্রেরণের আদেশ দেন। রোববার দুপুরে আমলী দামুড়হুদা আদালতে তিনি আতœসম্পর্ণ করেন।
বিকালে তাকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আতœসম্পর্ণকৃত আসামী হল- কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ষোলদাগ গ্রামের দুলাল আলির স্ত্রী ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত মনোয়ার হোসেন মনা মালিথার মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগষ্ট বৃহস্পতিবার সকালে জমিজমা বিষয় নিয়ে  পিতার বাড়ি গোপালপুর গ্রামে মিলি বেগম ও হোসনে আরা ছবি খাতুনের মধ্য তর্ক হয়। এরই এক পর্যায়ে বড় বোন মিলি বেগম ধারালো বটি দিয়ে পিটে কোপ মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। পথিমধ্য তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ঘটনার পরের দিন মিলি বেগমকে আসামী করে দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular