রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে
নিউজ ডেস্ক:মিথ্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. হাফিজুল ইসলাম মুক্তর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আলম উদ্দীন খান, শামসুল হক ঝণ্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হাসান, সংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ খান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব ও প্রচার সম্পাদক মাবুদ সরকার। এ ছাড়াও উপস্থিত জেলা স্বেচ্ছাসেবক দলের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক ফাণ্টু, শিল্পবিষয়ক সম্পাদক শাহজামাল, পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক আমান উল্লাহ বাবুল, অর্থনীতিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রাজিব, ধর্মবিষয়ক সম্পাদক বাবুল শাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবুল কালাম আজাদ, রুবেল হাসান, তুহিন ইসলাম, হ্যাপি, মিঠু প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও চারবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ক্রমান্বয়ে চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। দেশনেত্রীকে চিকিৎসা দেওয়ার নামে নানা টালবাহানা ও জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে সরকার। জনগনের দাবি উপেক্ষা করে বেগম জিয়াকে কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ দেয়া হয়নি। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটা সত্বেও সরকারের লোকেরা বেগম জিয়া সুস্থ আছেন বলে তোতা পাখির মতো সরকারের শেখানো বুলি আউড়িয়ে যাচ্ছে। বক্তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বন্দী করে বিনা চিকিৎসায় আপনি অমানবিক কষ্ট দিচ্ছেন, বেগম জিয়ার প্রতি এই নিষ্ঠুরতা বিশ্বের স্বৈরশাসকরা যে আচরণ করে, সেই আচরণেরই সমতুল্য। বেগম জিয়াকে আর কষ্ট না দিয়ে তাঁকে নি:শর্ত মুক্তি দিন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular