নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা শ্রী শ্রী তারকব্রক্ষ মহানমযজ্ঞ অনুষ্ঠান দেখতে এসে স্কুলছাত্র সুভাষের নিহতের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নিহতের পিতা গনেশ চন্দ্র সাধু খা বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন। নিহত স্কুলছাত্র সুভাষ কুমার সাধু খা চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬৩ আড়িয়া গ্রামের গিরিশনগর বাজার এলাকার গণেশ চন্দ্র সাধু খা’র বড় ছেলে ও এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
উল্লেখ্য, গত বুধবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে নিজ গ্রাম থেকে একটি আলমসাধুযোগে চাচাতো ভাই ও বন্ধুসহ ৮ জন চুয়াডাঙ্গা পৌর শহরের পান্না সিনেমা হল এলাকায় ৫ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠানে আসে স্কুলছাত্র সুভাষ। কয়েক ঘন্টা অনুষ্ঠান উপভোগ করলেও রাত ২টার পর থেকে সুভাষ নিখোঁজ হয়। বন্ধুরা অনেক খোজাখুজি করে না পেয়ে ভোরে ৫ জন বাড়ি ফিরে যায়। সকালে শহরের পান্না সিনেমা হলের পার্শ্ববর্তী প্রয়াত ডা. আলী আশরাফের বাড়ির পরিত্যক্ত একটি চৌবাচ্চার পাশে অজ্ঞাত কিশোরের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে তার বন্ধুরা সুভাষের লাশ সনাক্ত করে।