মুরাদ হোসেন :চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় যৌন হয়রানির দায়ে দুই বখাটে যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দ-িত দুই যুবক হলো একই গ্রামের সহিদুল ইসলাম খলিফার ছেলে সোহেল খলিফা ও শামরুল শেখের ছেলে সুরুজ শেখ।
জানা গেছে, বালিয়াকান্দি গ্রামের জাকির হোসেনের মেয়ে স্থানীয় ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী কুলসুম খাতুনকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে ওই দু’যুবক উত্ত্যক্ত করে। অভিযোগের ভিত্তিতে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ তাদেরকে আটক করে। বিকেলে গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা মৃনাল কান্দি দে। এ সময় দু’যুবক তাদের দোষ স্বীকার করলে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।