বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

চুয়াডাঙ্গায় ভাইয়ের হাতে বোন খুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৩.০৮.২০১৭)  চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা বিরোধে বোনকে কুপিয়ে হত্যা করেছে ভাই। গতকাল দুপুরে দামুড়হুদা গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে সন্ধায়।

নিহত হোসনে আরা খাতুন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কামারপাড়ার হাফিজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, হোসনে আরা খাতুন গত বুধবার সকালে পিতার বাড়ি দামুড়হুদা গোপালপুর গ্রামে আসেন। তার জমিজমা ছিল গ্রামে তা দেখাশুনা করতো আপন বড় ভাই আব্দুল মতিন। ফসল ও লিজ দেওয়া জমির টাকা হিবাস চায় আব্দুল মতিনের কাছে তার বোন।

এ নিয়ে প্রথমে উভয়ের মধ্য কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে গতকাল বেলা ১২টার দিকে মতিন ও কামরুজ্জামান মিলে কোদাল ও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে গ্রামবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দুপুরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করলে পথিমধ্য চুয়াডাঙ্গা ঘোড়ামারা ব্রিজের কাছে পৌছালে তার মৃত্যু হয়। লাশ গোপালপুর গ্রামে নেওয়া হয়।

পুলিশ সন্ধায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ জানান, হত্যার বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনও কোন মামলা হয়নি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular