চুয়াডাঙ্গায় বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় চারজনের কারাদন্ড !

0
21

নিউজ ডেস্ক:
মুরাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি (০১.০৮.২০১৭)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় চারজনকে কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্তি জেলা ও দায়রা জজ ২ আদালতের বিচারক মো: রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। মামলার চারজন আসামীর মধ্য তিন জন পালাতক রয়েছে।

বিকালে দন্ডিতদের পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

দন্ডিতরা হল- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ানের আকন্দবাড়িয়া গ্রামের বাদল শেখের ছেলে রানা আলি, সৈকত আলির ছেলে লিখন, রাজাপুর গ্রামের বাবুল মন্ডলের ছেলে সোহাত মন্ডল ও আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের খবির উদ্দিনের ছেলে কারা ওরফে মুন্না।

আদালতসূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৩১ জানুয়ারি রাতে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের এবাদত আলি মোল্লার ছেলে তোফাজ্জেল হোসেনের বাড়িতে দন্ডিত চারজন চাঁদার দাবিতে বোমা হামলা চালায়। পরের দিন তোফাজ্জেল হোসেন বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০০৯ সালের ২৭ জুন তদন্ত কর্মকর্তা বদরুজ্জামান চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
পৃথক দুটি মামলায় দীর্ঘ ৯ বছর বিচার শেষে মঙ্গলবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে বিচারক একজন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অন্যরা পালাতক রয়েছে।

আসামীরা দোষী সাব্যস্ত হওয়ায়- কারা ওরফে মুন্না, লিখন ও রানাকে ৯ বছর কারাদন্ড অনাদায়ে দশ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ড এবং সোহাগকে ৬ বছরের কারাদন্ড প্রদান করেন আদালত।