নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার সীমান্তবর্তী অঞ্চলে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা-৬ বিজিবির প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য র্ধ্বস করা হয়। জানা যায়, চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে গত ১৩ এপ্রিল ২০১৯ হতে ৩১ মে ২০২০ তারিখ পর্যন্ত সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাপক জনসমাগম ও আনুষ্ঠানিকতা পরিহার করে শুধুমাত্র বিজিবি কর্মকর্তা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে গতকাল রোববার চুয়াডাঙ্গা-৬ বিজিবির প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়। বর্তমান সময়ে করোনোভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় করোনোভাইরাসের সংক্রমণরোধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩১ লাখ ৯৫০ টাকা।