চালক মোবাইল ফোনে ব্যস্ত থাকায় অসাবধানতায় দুর্ঘটনা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথকস্থানে বাস ও আলমসাধু উল্টে ৭ জন আহত হয়েছে। গতকাল রোববার পৃথক দুটি স্থানে বাস ও আলমসাধু উল্টে যাওয়ার ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে বেশ কয়েকজন যাত্রী জানান, বাস চালক মোবাইল ফোনে ব্যস্ত থাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী তাহেরা (৪৫), ঝিনাইদহের পাকা গ্রামের হোসেন আলীর পিতা আব্দুল রশিদ (৫০), চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরের মৃত. দাউদ আলীর ছেলে আনসার আলী (৬৫) এবং আলমসাধু দুর্ঘটনায় আহতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মাছেরদাড়ি গ্রামের উত্তরপাড়ার বিষু মিঞার ছেলে আলমগির (১৮), একই গ্রামের ধনু মিয়ার ছেলে সাগর (১৭), চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার আজাদের ছেলে সুমন (৩২) ও ঝিনাইদহ সদর উপজেলার পোতাপপুর হলিধানীর সিরাজের ছেলে সাজু (১৩)।
জানা যায়, গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা আসার পথিমধ্যে শঙ্করচন্দ্র ইউনিয়নের হায়দারপুর ব্রিজের নিকট পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসটির মধ্যে ৩৫ জনের অধিক যাত্রী থাকলেও এ দুর্ঘটনায় এক নারীসহ তিনজনই আহত হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদেরকে উদ্ধঅর করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে, চুয়াডাঙ্গা থেকে আলমসাধুযোগে মিনারাল ওয়াটার নিয়ে দর্শনা যাওয়ার পথে দামুড়হুদা ব্যারাক মোড়ে আলমসাধু উল্টে ৪ জন গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।