বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গায় বাল্য বিয়ের প্রস্তুতি কালে জাল কাগজপত্র সহ কাজী আটক ॥ বর-কনে কে মুচলেকা দিয়ে রেহাই ॥

চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ  চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামে বাল্য বিয়ে দেওয়ার সময় জাল কাগজপত্র সহ ভূয়া কাজী আবু জাফর (৬০), বর মনিরুজ্জামান (১৭) ও কনে পাপিয়া খাতুন (১৫) কে আটক করেছে পুলিশ। পরে বর-কনে কে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আটককৃত জাফর উপজেলার মর্তুজাপুর গ্রামের বদর উদ্দীনের ছেলে এবং ভূয়া কাজী।
সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দীন জানান, বুধবার দুপুরে উপজেলার ভুলটিয়া গ্রামের জাফি উদ্দীনের বাড়ীতে তার মেয়ে পাপিয়া খাতুন কে বিয়ে করার জন্য পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু এলাকার মনিরুজ্জামান সহ তার লোকজন বিয়ে করার জন্য আসে। পরে বাল্য বিয়ের প্রস্তুতি কালে পুলিশ জাল কাগজপত্র সহ ভুয়া কাজী আবু জাফর, বর মনিরুজ্জামান ও কনে পাপিয়া খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বর ও কনে কে মুচলেকা দেওয়া হয়। আবু জাফরের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিকালে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular