বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গায় পুলিশ সুপারসহ নতুন করে আরও ২৫ জন করোনায় আক্রান্ত !

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় পুলিশ সুপারসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন। এ নিয়ে
জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে। সুস্থ হয়েছেন ২৯৭ জন
ও মারা গেছেন ১০ জন। উপসর্গ নি‌য়ে মারা‌গে‌ছে ৬ জন।

আজ রোববার চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত
করে জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব
থেকে ৫৮ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ২৫ জন করোনা
শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে  চুয়াডাঙ্গা পৌর শহরের ১৮ জন, আলমডাঙ্গা
উপজেলার ৪ জন ও দামুড়হুদা উপজেলার ৩ জন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামও রয়েছেন। হোম আইসোলেশনে থেকে
চিকিৎসা নিচ্ছেন তিনি।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসেলেশন ওয়ার্ডে ৫৪
জন ও হোম আইসোলেশনে ২৭৪ জন চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি
ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন
নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৯৭ জন ও মারা গেছেন ১০ জন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular