শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় জখম জেলা যুবদলের সভাপতি সিজারের অবস্থা উন্নতির দিকে : হয়নি মামলা

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা পঙ্গু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। গতকাল রোববার দুপুর বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিজারের শরীরের অস্ত্রোপচার করেন ঢাকা পঙ্গু হাসপাতালে অধ্যাপক ডাক্তার নিজাম উদ্দিন। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। গত শনিবার রাত পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরের কানাপুকুর এলাকায় দুর্বৃত্তরা যুবদল সভাপতি সিজারে উপর অতর্কিত হামলা চালায়। এতে সিজারের শরীর ক্ষতবিক্ষত হয় এবং গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা পঙ্গু হাসপাতালে ডাক্তার নিজাম উদ্দিন এ প্রতিবেদককে বলেন, সিজারের অবস্থা এখন আশঙ্কামুক্ত। তার দীর্ঘ ২ ঘন্টা অস্ত্রোপচারের পর দুপুর তিনটার দিকে তার জ্ঞান ফেরে। আমরা তাকে ট্রিটমেন্ট দিচ্ছি খুব দ্রুত সে সুস্থ হয়ে ফিরবে বলে জানান তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular