বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

চুয়াডাঙ্গায় দুটি স্থান থেকে অস্ত্র গুলিসহ এক ডাকাত গ্রেফতার !

মুরাদ হোসেন. চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৯.০৮.২০১৭):
চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থান থেকে পুলিশ অস্ত্র ও গুলিসহ এক ডাকাত সদস্যকে
গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে আলমডাঙ্গার রোয়াকুলি ও জীবননগরের গয়েশপুর
গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন
অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিজাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার
তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার কলিমউল্লাহ।
গ্রেফতারকৃত ডাকাত সদস্য হল- আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গড়চাপড়া গ্রামের
মৃত গনি মন্ডলের ছেলে আজিজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে রোয়াকুলি মাঠপাড়ায় সশস্ত্র একদল
ডাকাত অবস্থান করছিল। এসময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আলমডাঙ্গা থেকে
চুয়াডাঙ্গায় ফিরছিল। ডাকাত দল তাদের গতিরোধ করে ডাকাতির চেষ্টা করলে। পুলিশ
প্রতিরোধ করলে পিছু হাটে। পুলিশ ডাকাত সদস্য আজিজুলকে গ্রেফতার করে। পরে তার
দেহ তল্লাশি করে একটি ওয়ানশুটারগান ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
আপর দিকে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে মন্টু মিয়ার বাগান বাড়ি থেকে
পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular