বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক: শীতের আগমনী বার্তায় বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই অসংখ্যা রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। এরমধ্যে শিশু রোগীর সংখ্যায় বেশি। গতকালও ডায়রিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের সদাবরি গ্রামে জুলমত আলীর ছেলে আব্দুল্লাহ (৫) নামের এক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনার পথিমধ্যে মার যায়। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে শিশু আব্দুল্লাহ এর অতিরিক্তি জ্বর আসে এবং সেকারণে দিনে দুই তিনবার পাতলা পায়খানা শুরু হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান পথিমধ্যে আব্দুল্লাহর মৃত্যু হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular