বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গা জেলার জীবননগরে ইট ভাটার ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে জোনায়েদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বারান্ডিপাড়ায় এ ঘটনা ঘটেছে । এ ঘটনায় উৎসুক জনতা দুইটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় । নিহত শিশু জোনায়েদ(৫) বারান্ডিপাড়ার বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে শিশু জোনায়েদ রাস্তার পাশে বন্ধুদের সাথে খেলা করছিলো এমন সময় আন্দুলবাড়িয়া খাঁন ব্রিক্সসের দুটি ট্রাক্টর বেপোরোয়া ভাবে চালিয়ে আসছিলো। এ সময় গাড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইট ভাটার ট্রাক্টরের চাপায় শিশুটির মৃত্যু হয়েছে । তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular