নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় ৩য় দিনের জেএসসি/জেডিসি পরিক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক মাদ্রাসা ছাত্রীকে পরিক্ষা ও কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদ্রাসার পরিক্ষা কেন্দ্র পরিদর্শনকালীন হাতেনাতে ওই ছাত্রীর নকল ধরেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। পরে এই ছাত্রীকে পরিক্ষা ও কেন্দ্র থেকে বহিষ্কার এবং পরিক্ষা কক্ষ পরিদর্শককে সতর্ক করা হয়। জানা গেছে, সোমবার জেলা প্রশাসক চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয় জেএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদ্রাসার জেডিসি কেন্দ্রে যান। এসময় কেন্দ্রের ১৩নং কক্ষে গেলে তহমিনা খাতুন নামের এক জেডিসি ছাত্রীকে হাতেনাতে নকল ধরে ফেলেন জেলা প্রশাসক। এসময় কক্ষ পরিদর্শককে সতর্ক করেন। পরে কেন্দ্র সচিব আলহাজ্ব মাওলানা মীর জান্নাত আলী ওই ছাত্রীকে পরিক্ষা ও কেন্দ্র থেকে বহিষ্কার করেন। বহিষ্কারকৃত ছাত্রী যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। সে অত্র এলাকার ইউনুস আলীর মেয়ে। কেন্দ্র সচিব বলেন, গতকাল জেডিসি আকাইদ ও ফিকহ পরিক্ষা চলছিল শান্তিপূর্ণ পরিবেশে। এসময় জেলা প্রশাসক কেন্দ্র পরিদর্শন করাকালীন এক ছাত্রীকে নকল হাতেনাতে ধরে ফেলে। পরে ওই পরিক্ষার্থীকে আমরা পরিক্ষা ও কেন্দ্র থেকে বহিষ্কার করি।