মুরাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা শহরের ঈদগাপাড়া থেকে চুরি হওয়া ধাতব মুদ্র, মোবাইলফোনসহ দুই জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার পৃথক দুটি স্থান থেকে চোরাইমালসহ দুই জনকে আটক করা হয়। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্য্যলয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন ও তরিকুল ইসলাম।
আটককৃতরা হল- চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার কবির হাসানের ছেলে হাসান ও চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ানের ডিঙ্গেদহ গ্রামের মনোরনজন কর্মকারের ছেলে চ ল কর্মকার।
পুলিশ চোর হাসানের কাছ থেকে ৪৯টি রৌপ্য মুদ্রা ও স্বর্ণ দোকানদার চ ল কর্মকারের কাছ থেকে ৫ টি মুদ্রা উদ্ধার করে। স্বর্ণ দোকানদার তিনটি স্বর্ণ ও ১১টি রৌপ্য মুদ্রা গলিয়ে গহনা তৈরি করে বিক্রয় করেন।
শনিবার আটক দুই জনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।