শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

চুয়াডাঙ্গায় গাড়ি চালকদের মোবাইল বক্স প্রদান

নিউজ ডেস্ক:‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়‘ প্রতিপাদ্যে নিরাপদ সড়কের দাবিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা গণপরিবহনে চালকদের মোবাইল বক্স প্রদান করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথার বলার কারণে সংগঠিত দুর্ঘটনা হ্রাস করতে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল রোববার বিকেলে নিরাপদ সড়র চাই (নিসচা), চুয়াডাঙ্গা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। গাড়ি চালকদের মোবাইল ফোন সংরক্ষণের জন্য মোবাইল বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবুল বাশার।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. হানিফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পদাক শামীম আহমেদ বিপ্লব, অর্থ সম্পাদক শামীম হোসেন, দুর্ঘটনা ও গবেষণাবিষয়ক সম্পাদক জামান আখতার, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, লাইলা শিরিন, কানিজ সুলতানা, কিশোর কুমার কু-ু, মাবুদ সরকার প্রমুখ। এর আগে সংগঠনটি স্থানীয় শহীদ হাসান চত্বরে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য আইন অনুযায়ী চালক গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে পারবেন না। জরুরি ফোন এলে চালকের সহকারী বা সুপারভাইজার ফোনে কথা বলবেন, অথবা চালক রাস্তার পাশে গাড়ি থামিয়ে কথা বলবেন। কিন্তু এ আইন বেশিরভাগ ক্ষেত্রে মানা হয় না। এ জন্য নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখা শহরের গণপরিবহনগুলোতে মোবাইল ফোন সংরক্ষণের জন্য বিনা মূল্যে মোবাইল বক্স প্রদান করছে। চালকেরা এ বক্সের যথাযথ ব্যবহার করে সড়ক দুর্ঘটনা হ্রাস করবেন বলে বক্তরা আশা প্রকাশ করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular