নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে কুকুরের কামড়ে শিশুসহ ৪ জন আহত হয়েছে। আহত সকলকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ জোড়গাছা গ্রামের জফর আলীর ছেলে পাভেল (৮), দামুড়হুদা উপজেলার দর্শনা আজমপুর গ্রামের খলিলের ছেলে রোহান (৫), একই এলাকার মহিদুলের মেয়ে মাইশা (৮) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর কলনি পাড়ার রুহুল আমিনের স্ত্রী মঞ্জিরা (৪০)। জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ জোড়গাছা গ্রামের জফর আলীর ছেলে পাভেল গাছের ফুল পাড়তে গেলে গাছের গোড়ায় থাকা একটি কুকুর তার বাম পায়ে কামড় দেয়। এদিকে, সকাল ১১টায় দামুড়হুদা উপজেলারদর্শনা আজমপুর গ্রামের খলিলের ছেলে রোহান রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটি কুকুর ছুটে এসে তার পায়ে কামড় দেয়। গতকাল সকাল ১১টায় একই এলাকার মহিদুলের মেয়ে মাইশা রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটি কুকুর তাকে তাড়া করে এবং তার জামা কামড়ে ধরে। মাইশা কুকুরটিকে সরানোর চেষ্টা করলে কুকুরটি তার বাম হাতে কামড়ে দেয়। অপরদিকে, গতকাল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর কলনি পাড়ার রুহুল আমিনের স্ত্রী মঞ্জিরা নূরনগর মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় একটি কুকুর তার বাম পায়ে কামড় দেয়। কুকুরের কামড়ে আহত সকলেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জলাতঙ্ক নিয়ন্ত্রণ কেন্দ্র কর্তৃক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছে।