নিউজ ডেস্ক:এবার পুলিশের দেওয়া নাশকতা প্রস্তুতির মামলায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও তিনবারের জনপ্রিয় পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনিকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের একটি ক্রিকেট খেলার মাঠ থেকে তাকে আটক করা হয়। আটককৃতকে গতকালই আদালতে সোপর্দ করলে আদালত থেকে গতকালই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ শংকরচন্দ্র গ্রামের বসুতিপাড়ায় গত প্রায় দেড় মাস পূর্বে সরকার বিরোধী কর্মকান্ড করার জন্য বেশ কিছু লোক একত্রে গোপন বৈঠক করছিলো। ওই সময় সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। সে সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে না পারলেও পুলিশ বাদী হয়ে এজাহার নামীয়সহ বেশকিছু অজ্ঞাতনামা আসামী করে একটি নাশকতা প্রস্তুতির মামলা দায়ের করে। আটককৃত মনি কমিশনার এই মামলার আসামী বলে পুলিশ দাবি করে।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে উক্ত মামলার এজাহার নামীয় আসামী বেলগাছি গ্রামের একটি খেলার মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই ভবতোষ, এসআই কিশোর কুমার ও শহর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি গ্রামের ওই ক্রিকেট খেলার মাঠে অভিযান পরিচালনা করে। এসময় চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য, খুলনা বিভাগীয় পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় পৌর কাউন্সিলর কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি, চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের তিনবারের জনপ্রিয় কাউন্সিলর সিরাজুল ইসলাম মনিকে। সে একই এলাকার মৃত মসলেম উদ্দীনের ছেলে। পরে আটককৃততে গতকালই আদালতে সোপর্দ করে থানা পুলিশ। আতালত থেকে গতকাল বিকালের দিকে তাকে জেল হাজতে প্রেরণ করে।
বিকেলে প্রিজনভ্যানে ওঠার সময় সদা হাস্যউজ্জ্বল সবার প্রিয় ব্যক্তিত্ব মনি কাউন্সিলর বলেন- এটা ষড়যন্ত্র, এই সরকার তার নীল নকশার নির্বাচন বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমার মতো হাজার হাজার ত্যাগী নেতকর্মিকে মিথ্যা মামলায় আটক করছে। এসময় তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির বিজয় সুনিশ্চিত। সরকার ভয় পেয়ে বিএনপির নির্বাচন ঠেকাতে এভাবে জুলুমবাজি করছে। এসময় তিনি দেশমাতা খালেদা জিয়ার মুক্তি ও চুয়াডাঙ্গা বিএনপি’র প্রার্থী শরীফুজ্জামান শরীফের ধানের শীষে ভোট চান।