শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

চুয়াডাঙ্গায় এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সুভাষ কুমার সাধুখা (১৭) নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে শহরের সাহিত্য পরিষদের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত সুভাষ কুমার সাধুখা চুয়াডাঙ্গা সদর উপজেলার তেষট্টিআড়িয়া গ্রামের গনেশ চন্দ্র সাধুখার ছেলে।পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে সুভাষ চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হলের নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিতে বাড়ী থেকে বের হয়। এরপর সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সাহিত্য পরিষদের পাশ থেকে তার মরদেহ পাওয়া যায়।চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, সকালে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে সুভাষকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular