চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে ৪০ বোতল ভারতীয় উন্নতমানের মদ সহ এক ডজন মামলার আসামী রিপন (৩০) কে আটক করেছে বিজিবি। বুধবার বেলা ১১ টার দিকে সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং তালিকাভুক্ত চিহ্ণিত মাদকব্যবসায়ী।
দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার বেলা ১১ টার দর্শনা বিজিবি ক্যাম্পের একদল সদস্য গোপন তথ্যের ভিত্তিতে জয়নগর সীমান্তবর্তী টাওয়ারের নিকট একটি ঝোপে ওৎপেতে ছিল। এসময় ভারত থেকে দুজন চোরাচালানী বাংলাদেশে প্রবেশকালে ধাওয়া করে রিপন কে মদ সহ গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়। রিপন বিজিবি ও পুলিশের তালিকাভুক্ত চিহ্ণিত মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে দামুড়হুদা থানা সহ বিভিন্ন থানায় এক ডজন মামলা আছে বলেও জানান তিনি।