চুয়াডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ আটক-২

0
10

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দু’জন আটক হয়েছে। গতকাল শনিবার ভিন্ন সময় পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার পর গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই ভবতোষ রায় সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের জোয়ার্দ্দার ফিলিং স্টেশনের সামনে অভিযান চালান। এ সময় আটক করেন সাতগাড়ি নতুনপাড়ার মোনাম হোসেনের ছেলে লিখন হোসেনকে (২৩)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬ পুরিয়া গাঁজা। গতকালই মাদকদ্রব্য আইনে মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। এদিকে, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই একরামুল সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার ঠাকুরপুর গ্রামে অভিযান চালান। এ সময় একই এলাকার লিয়াকত মন্ডলের ছেলে তরিকুল ইসলামকে (৩০) আটক করেন। তার দেহ তল্লাশী করে উদ্ধার করা হয় ৫ পিস ইয়াবা।