নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহতরা হলো- আলমডাঙ্গা উপজেলার নাগদাহ বলিয়ারপুর গ্রামের মৃত লালনের ছেলে ইদ্রীস আলী (৫০), আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ স্কুলপাড়ার আব্দুল মালেকের ছেলে সালাউদ্দীন (৩৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৪৬)।
জানা যায়, বুধবার নীলমনিগঞ্জ থেকে ভ্যানযোগে কলা নিয়ে মুন্সিগঞ্জ গরুর হাটে যাওয়ার পথে খুদেখালী গ্রামের ভিতর একটি লাটাহাম্বারের সাথে ধাক্কা লাগলে ভ্যান চালক ইদ্রীস আলী গুরুত্বও আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধঅর করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে মুন্সিগঞ্জ যাওয়ার পথে মুন্সিগঞ্জ বাজারের কাছে পৌছালে মোটরসাইকেলের সামনে থাকা একটি এ্যাম্বুলেন্স হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলটি এ্যাম্বুলেন্সের সাথে ধাক্কা লাগলে সালাউদ্দীন গুরুত্বর আহত হয়। অপরদিকে, চুয়াডাঙ্গার কেদারগঞ্জে মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহি আব্দুর রহিম গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।