শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫

চুয়াডাঙ্গার নয়মাইলের ইটভাটা থেকে বোমা সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর নয়মাইল এলাকা একতা ইটভাটা থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ইটভাটার লোকজন তাঁদের অফিসের সামনে লাল স্কসটেপ মোড়ানো বোমা সাদৃশ্য দুটি বস্তু দেখতে পায়। খবর পেয়ে স্থানীয় সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের একটি দল সেখানে উপস্থিত হয়ে সেটি উদ্ধার করে। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এ কাজ করেছে, তা এখনও জানা যায়নি। তবে আতঙ্ক সৃষ্টি বা চাঁদাবাজির উদ্দেশ্যে কেউ বোমা সাদৃশ্য বস্তু দুটি সেখানে রাখতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনুসন্ধান চলছে, শিগগিরই এ ঘটনার মূল রহস্য বের করে আনা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular